খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তেজগাও থানা ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, কারওয়ান বাজার হাফেজ খান মার্কেটের নিচ তলায় কলার আড়ত। ওই মার্কেটের তৃতীয় তলায় ম্যাস করে অনেকেই থাকেন। সেখানে রান্না করার সময় আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মাহফুজ রিবেন বলেন, শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।