খবর২৪ঘণ্টা ডেস্ক: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার যোগ দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে।
আজ রোববার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেবেন তিনি।
এ ছাড়া একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামও গণফোরামে যোগ দেবেন।
তারা দুইজনই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, প্রেস ক্লাবে হল বুকিং দিছি, চমক আছে। দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগদানের সম্ভাবনা আছে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।