আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীদের ধরার অঙ্গীকার ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তারা এটা জেনে রাখুক যে আমরা ক্ষমা করব না। আমরা তাদের ধরব। এই হামলার জন্য দায়ীদের মূল্য দিতে হবে।
হামলার কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউস থেকে এ বক্তব্য দেন বাইডেন। এ সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে ১২ মার্কিন সেনাসহ অন্তত ৬০ জন নিহত এবং ১৪০ জনের বেশি আহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
হামলায় নিহত মার্কিন সেনাদের ‘হিরো’ অভিহিত করে বাইডেন বলেন, আমরা সন্ত্রাসীদের কারণে নিবৃত্ত হব না। আমি আমার কমান্ডারদের আইএসআইএসের নেতৃত্ব ও স্থাপনার ওপর হামলা চালানোর জন্য অভিযানের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছি।
তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়। এরপর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। এছাড়া ২০১১ সালের পর আফগানিস্তানে এক ঘটনায় সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহতের ঘটনা এটি। ওই বছর আগস্টে আফগানিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হয়েছিলেন। সূত্র: এএফপি