সেই সুযোগেই কানাডায় শুরু হতে যাওয়া ‘গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা’য় অংশ নেবেন এই দুই ‘নিষিদ্ধ’ ক্রিকেটার। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল গোছানো শেষ হয়ে গিয়েছে এরই মধ্যে। নিলামের সবচেয়ে দামী ক্যাটাগরি ‘মার্কি’তেই ছিলেন স্মিথ এবং ওয়ার্নার।
এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ ইউএস ডলার এবং পুরো টুর্নামেন্টের প্রাইজমানির জন্য বরাদ্দ রয়েছে ১০ লক্ষ ইউএস ডলার। আগামী ২৮ জুন তারিখে শুরু হবে এই টুর্নামেন্ট। ১৫ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এটি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।