খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ রয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকলেও, অস্ট্রেলিয়ার বাইরের ঘরোয়া ক্রিকেট খেলতে কোন নিষেধাজ্ঞা নেই এই দুই ক্রিকেটারের।
সেই সুযোগেই কানাডায় শুরু হতে যাওয়া ‘গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা’য় অংশ নেবেন এই দুই ‘নিষিদ্ধ’ ক্রিকেটার। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল গোছানো শেষ হয়ে গিয়েছে এরই মধ্যে। নিলামের সবচেয়ে দামী ক্যাটাগরি ‘মার্কি’তেই ছিলেন স্মিথ এবং ওয়ার্নার।
মার্কি ক্যাটাগরিতে স্মিথ-ওয়ার্নার ছাড়াও রয়েছেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভোর মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টের সবচেয়ে দামী এসব খেলোয়াড়রা পুরো আসরের জন্য পাবেন ১ লক্ষ ইউএস ডলার করে। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৮৪ লক্ষ টাকা।
এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ ইউএস ডলার এবং পুরো টুর্নামেন্টের প্রাইজমানির জন্য বরাদ্দ রয়েছে ১০ লক্ষ ইউএস ডলার। আগামী ২৮ জুন তারিখে শুরু হবে এই টুর্নামেন্ট। ১৫ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এটি।
খবর২৪ঘণ্টা.কম/নজ