নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালিতে কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মা-ছেলে আহত হয়েছেন। আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আরএমপির বেলপুকুর থানার ভাংড়া দক্ষিণপাড়া এলাকার আনারের স্ত্রী শাহিনা (৪০) ও তার ছেলে আশিক (১৮)। আশিক দ্বাদশ শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে
এ ঘটনা ঘটে।আরএমপির কাটাখালি থানার এসআই মেহেদি জানান, মঙ্গলবার রাতে কলেজ ছাত্র আশিক মোটরসাইকেলে করে তার মাকে নিয়ে শমশাদিপুর থেকে সুচরণের দিকে যাচ্ছিলো। পথে রাস্তায় কুকুরের সাথে ধাক্কা লেগে তারা রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আরএস