নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি বহুমুখী কারিগরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম। কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীর সভাপতিত্ব করেন। পুলিশ কমিশনার
তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ এবং তারা এক সময় দেশের নেতৃত্ব প্রদান করবে। তাদেরকে মাদক, জঙ্গীবাদ, সাইবার অপরাধ ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে এবং দেশপ্রেমের চেতনা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতি চর্চা, ক্রীড়া চর্চা, পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধের উপর গুরুত্ব প্রদান করতে হবে।
খবর ২৪ ঘণ্টা/আর