1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘কাটপিছ’ এর মাধ্যমে ফিরছেন পপি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

‘কাটপিছ’ এর মাধ্যমে ফিরছেন পপি

  • প্রকাশের সময় : বুধবার, ১২ সেপটেম্বর, ২০১৮

খবর ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : 

‘কুলি’খ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রথম সিনেমাতেই দর্শকের ভালোবাসা পেয়েছেন। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’,‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশিকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। স্বীকৃতি হিসেবে তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে এখন তার চলার পথ অনেকটাই মলিন। তিনি বেছে বেছে অনিয়মিতভাবে কাজ করছেন।গতকাল ১১ সেপ্টেম্বর একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি নতুন সিনেমার নাম ঘোষণা করেন। সিনেমাটি নির্মাণ করছেন ‘রাজনীতি’খ্যাত তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস। নাম ‘কাটপিছ’। এই সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। রগরগে এই পোস্টারে পপির দেহ ভঙ্গিমা

সমালোচকগণ বাঁকা চোখেই দেখছেন। ফলে শুরুতেই সিনেমাটির প্রসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে- নাম ‘কাটপিছ’র মতো সিনেমাটিও সেরকম হবে না তো!এ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, ‘একটা সময় কাটপিছ আমাদের চলচ্চিত্রে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে চাইলেও তা চাপিয়ে রাখা সম্ভব নয়। সিনেমাটির গল্প কাটপিছ আমলের একজন নায়িকাকে ঘিরে। তার শুরু, স্যাক্রিফাইস, যুদ্ধ, সফলতা, নির্মমতা, প্রেম, বিরহ- এই সিনেমার উপজীব্য বিষয়। এমন একটি চরিত্রে পপি অভিনয় করবেন।’এদিকে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই মনে করছেন, সিনিয়র চিত্রনায়িকা হিসেবে পপির এ ধরনের এক্সপ্রেশন দেয়া ঠিক হয়নি। ‘কাটপিছ’র রগরগে পোস্টার দেখে অনেকে বলছেন- সিনেমাটি মুক্তির পর কাটপিছের সেই সময় আবার জাগিয়ে তুলবে না তো? আবার কেউ কেউ বলছেন, পপি তার

অতীতের রমরমা ক্যারিয়ার ফিরে পেতে ভিন্ন কৌশল অবলম্বন করছেন। কিন্তু পপি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার ভাষায়- ‘সিনেমার পর্দায় অশ্লীলভাবে দেখা না গেলেই হলো। এই সিনেমায় এমন কোনো দৃশ্য দর্শক পাবেন না যা দেখে তিনি বিব্রত হবেন। চরিত্র এবং গল্পের প্রয়োজনের বাইরে কিছুই থাকবে না।’আরশীনগর ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন বুলবুল বিশ্বাস। পপির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন এখনও জানা যায়নি। তবে আগামী জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু করা হবে বলে জানা গেছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST