1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কাজ করতে করতেই কাছাকাছি তরিতা-অঙ্কুশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

কাজ করতে করতেই কাছাকাছি তরিতা-অঙ্কুশ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
ভূমিকন্যা’-র একটি দৃশ্যে কৌশিক সেন

বিনোদন,ডেস্ক: স্টার জলসা-র ধারাবাহিক ‘ভূমিকন্যা’র প্লট ক্রমশই জমে উঠছে। আর সেই প্লটের মধ্যেই জমে উঠছে একটা প্রেমের গল্প।

প্রায় এক মাস হতে চলল স্টার জলসা-র ধারাবাহিক ‘ভূমিকন্যা’-র সম্প্রচার শুরু হয়েছে এবং আশানুরূপ ভাবেই জমে উঠছে গল্প। সর্প বিশেষজ্ঞ তরিতা, ফরেস্ট অফিসার অঙ্কুশ ও জলজঙ্গলের ত্রাস চন্দ্রভানু— কাহিনির মূল ফোকাসে রয়েছে এই তিনজন। চন্দ্রভানু-র বিভিন্ন কুকীর্তি যেমন আরও বেশি করে সামনে আসছে, তরিতার সামনে নতুন নতুন চ্য়ালেঞ্জ উঁকি দিচ্ছে, তেমনই কিন্তু তলায় তলায় আরও একটি বিষয় ঘটছে।

এই ধারাবাহিকটি আসলে কোনও প্রেমের গল্পই নয়। চরিত্রগুলোও প্রতীকী। কিন্তু টেলিভিশনের দর্শক সব গল্পেই প্রেমের আভাসটুকু পেতে চান। বিষয়বস্তু ভারী হলে তো আরও বেশি করে তেমন কিছুর প্রয়োজন দেখা যায়, নাহলে খুব তাড়াতাড়ি হাঁসফাঁস করে উঠবেন দর্শক।

তাই ‘ভূমিকন্যা’-য় তরিতা যতই জল-জঙ্গল-সর্পকুলকে রক্ষা করতে ও চন্দ্রভানুর ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াক না কেন, তার জীবনে নিঃশব্দে হোক, সশব্দে হোক, প্রেম আসতেই হবে। আর এই ধরনের পরিণত গল্পে, প্রেম আসা উচিত কাজের মধ্যে দিয়ে। এই ধারাবাহিকেও ঠিক তেমনটাই ঘটছে। চন্দ্রভানু (কৌশিক সেন) ও তার দলবলের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করতে করতে কাছাকাছি আসছে তরিতা (সোহিনী সরকার) ও অঙ্কুশ (অনির্বাণ ভট্টচার্য)।

কিন্তু তা বলে প্রেম তাদের কোনও রকম বিক্ষেপ ঘটাবে না, বরং সমৃদ্ধ করবে, সম্পর্ককে মজবুত করবে এবং তার মধ্য়েই তরিতা-অঙ্কুশ খুঁজে বার করবে কোথায় রয়েছে চন্দ্রভানুর পুকুর। আর এই গোটা বিষয়টা ঘটবে ‘ভূমিকন্যা’-র এই সপ্তাহের এপিসোডগুলিতে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST