নিজস্ব প্রতিবেদক :
কাজের সন্ধানে ঢাকা গিয়ে লাশ হয়ে ফিরলো দুই কিশোর বন্ধু। নিহতরা হলো, রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকার মৃত আনফর রহমানের ছেলে মুজাহিদ ওরফে মানিক (১৩) ও মেহেরচন্ডির জামালাপুর এলাকার মৃত রুহুলের ছেলে বিজয় (১৪)। গত শনিবার সকালে ঢাকার টুঙ্গিপাড়া স্টেশনের পাশ থেকে জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মানিকের মামা রানা জানান, গত শুক্রবার বিকেলে তারা বাড়ির কাউকে কিছু না জানিয়ে ট্রেনে ঢাকা চলে যায়। মানিকের কাছে রাজশাহী মুনলাইটের একটা পরিচয়পত্র ছিলো (মুন লাইনে সে কাজ করতো)।
পুলিশ সেই পরিচয়পত্র দেখে জানালে তারা মরদেহ বাড়িতে নিয়ে এসে দাফন করেন। চার মাস আগে ঢাকায় গিয়েছিলো বিজয়। সেই দিনই চলে আসে। এবার কি জন্যে গেছে তিনি জানেন না। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা কেউ জানাতে পারেনি। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঢাকার টুঙ্গি থানা থেকে জানানো হয়েছিলো রাজশাহীর দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিয়ষটি তাদের পরিবারের লোকজনকে জানানো হয়। খবর পেয়ে তারা ঢাকা গিয়ে লাশ নিয়ে আসে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি জানা যায়নি।
খবর ২৪ ঘণ্টা/আরএস