বাগাতিপাড়া প্রতিনিধিঃ লোকনাট্য গবেষক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলালের ৫৮ তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে চন্দ্রাবতী থিয়েটারের আয়োজনে জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভার আয়োজন করা হয়। চন্দ্রাবতী থিয়েটারের সভাপতি মিঠু ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী মসগুল হোসেন ইতি ,পচাঁ মাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাইফুদ্দিন, পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি গাজীবর রহমান, পুঠিয়া থিয়েটারের সাধারন সম্পাদক সাগর কুমার, নাটোরের চলন নাটুয়ার সভাপতি ফারুখ হোসেন, বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মনকাড়ে।
খবর২৪ঘণ্টা.কম/নজ