খবর২৪ঘণ্টা ডেস্ক: কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। খবর বিবিসির।
শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে বেক এয়ারের ওই প্লেনটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে এসেছেন এবং সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জীবিতদের সরিয়ে নেয়া হচ্ছে। আলমাটির বিমানবন্দর জানিয়েছে, যে বিমানটিতে ৯৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট তোকায়েভ ক্ষতিগ্রস্থদের স্বজনদের প্রতি গভীর গভীর সমবেদনা জানিয়েছেন।
এমকে