পুঠিয়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজলার বানেশ্বর ট্রাফিক মোড়ে জেলা পুলিশে আয়োজনে ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০১৮ উদ্ভোধন করা হয়েছে এসময় কাগজ পত্র সঠিক থাকায় ফুলের শুভেচছা জানান এসপি শহিদুল্লাহ। রবিবার সকাল ১১টায় রাজশাহী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ পি.পি.এম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি উদ্ভোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ
আবুল কালাম জাহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পি,পি,এম, ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান, পুঠিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাকিল উদ্দিন, ট্রাফিক সার্জেন্ট মোঃ হাবিবুল ইসলাম, টি,এস,আই মোঃ কেতাব উদ্দিন, এ,টি,এস,আই রেজাউল করিম প্রমূখ। উদ্ভোধন ও বক্তব্য শেষে পুলিশ সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহনের বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই করেন। এ সময় গাড়ির কাগজ-পত্র ঠিকঠাক থাকায় চালকদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য, শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন। ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই ক্ষমতাবলে সারা দেশে সব সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগামী রোববার থেকে ৭ দিন সারা দেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে সারাদেশে ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০১৮ পালন করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন