1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াতে থাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-জনতার মশাল মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। সেই খবর জানাজানি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্ররা মিছিল নিয়ে আসে এবং পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দলটির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেয়।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নন বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে জিএম কাদের ঘোষণা দেন, তারা যেকোনো মূল্যে আগামীকাল শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন। অন্যদিকে টিএস থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ঘোষণা দেন, জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না এবং জাতীয় পার্টির নামে আওয়ামী লীগের দোসরদের এই কর্মকাণ্ড প্রতিহত করা হবে। তার মতে, শনিবার জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। আগামীকাল শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি হবে বলে জানানো হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াতে থাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST