গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান মেয়র আব্দুল মজিদ। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৬ জানুয়ারী মেয়র নির্বাচনের জন্য লড়বেন আ’লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী একেএম আতাউর রহমান খান। বিএনপির প্রার্থী
হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেবেন হাফিজুর রহমান হাফিজ ও জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী রুবন হোসেন।
এবারের নির্বাচনে উপজেলা সাবেক চেয়ারম্যান একেএম আতাউর রহমান খান নৌকার প্রার্থী হলেও আব্দুল মজিদ মনোনয়ন পত্র উত্তোলন করেন এবং তিনি ভোটের মাঠে থাকবে বলে গুঞ্জন উঠে। পরে আব্দুল মজিদ মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেন।
এস/আর