খবর২৪ঘণ্টা ডেস্ক: সংকটে থাকা নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার কলম্বিয়ার সঙ্গে সীমান্ত সংযোগ বন্ধ করে দিয়েছে। বিরোধী দলের চাওয়া কোনও সহায়তা যেন দেশটিতে পৌঁছাতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
কলম্বিয়ান কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত একটি সেতু দিয়ে সংযুক্ত। ওই সেতুটি দিয়ে যেন কলম্বিয়া এবং বাইরের কোনও দেশের সহায়তা ভেনেজুয়েলায় আসতে না পারে সেজন্য তা বন্ধ করে দিয়েছে মাদুরো সরকার।
সিএনএনের ফটো সাংবাদিকের তোলা ছবিতে দেখা গেছে, তিন লেনের তিয়েন্দিতাস ব্রিজের ওপর ফেলে রাখা হয়েছে একটি তেলের ট্যাংকার এবং দুটি বড় আকারের কন্টেইনার। এগুলো এমনভাবে ফেলে রাখা হয়েছে যেন কোনোভাবেই কোনও যানবাহন চলাচল করতে না পারে।
ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো কয়েকদিন আগে বৈদেশিক মানবিক সাহায্যের আবেদন করেন। এরই প্রেক্ষিতে কয়েকটি দেশ সাহায্য পাঠানোর উদ্যোগ নেয়।
কিন্তু এগুলো যেন কোনোভাবেই ভেনেজুয়েলায় পৌঁছাতে না পারে সেজন্য সীমান্ত সেতু বন্ধ করে দিয়েছে মাদুরো। এ সম্পর্কে তিনি বলেন, আমাদের সাহায্য দরকার নেই। আমরা ভিক্ষুক নই।
খবর২৪ঘণ্টা, জেএন