স্পোর্টস ডেস্ক: কলকাতায় দিবারাত্রির টেস্ট ম্যাচকে ঘিরে উৎসবের কমতি নেই এপার-ওপার দুই বাংলার মানুষের মাঝে। এই উৎসবের পালে হাওয়া লাগাতে ইডেনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে অভিষেক হবে উভয় দলের।
আর এই ঐতিহাসিক টেস্ট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সফর সঙ্গী হিসেবে ইডেনে উপস্থিত থাকবেন মাশরাফীও।
শেখ হাসিনার সঙ্গে ইডেনে উপস্থিত থাকবেন কলকাতার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে এই টেস্টের উদ্বোধন করবেন দুজনে।
শেখ হাসিনা ও মমতা ব্যানার্জী ছাড়াও এদিন উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা।
জানা গেছে শচীন টেন্ডুলকারকেও আনার চেষ্টা চালাচ্ছেন বিসিসিআইয়ের নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলী।
খবর২৪ঘণ্টা, এমকে