1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কলকাতায় রুজি-রুটি, বিদেশে সংসার দু’নৌকায় টলি-অভিনেত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

কলকাতায় রুজি-রুটি, বিদেশে সংসার দু’নৌকায় টলি-অভিনেত্রী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কপ্রথমে ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার৷ বছর খানেক পর বদলে ফেললেন ফিল্ড৷ চলে এলেন টেলিভিশনের পর্দায়৷ ছোট থেকে লাইট-ক্যামেরার দুনিয়া তাঁকে আকর্ষণ করত বলেই এই পেশা বদল৷ তাই টেলিজগতে পা রাখতে না রাখতেই বাজিমাত৷ এখন টেলিদুনিয়ার বিখ্যাত ভ্যাম্প তিনি৷

কথা হচ্ছে অভিনেত্রী জুহি সেনগুপ্তের৷ তবে শোনা গিয়েছে, মাঝে মধ্যেই তিনি নাকি টেলিভিশন থেকে শর্ট ব্রেক নিয়ে যান অন্য কোথাও৷ কাছেপিঠে নয়৷ একেবারে পাড়ি দেন দেশের বাইরে৷ উড়োজাহাজে করে পৌঁছে যান নিজের এক বিশেষ মানুষের কাছে৷ সেই বিশেষ ব্যক্তিটি আর কেউ নন, তাঁর স্বামী৷ পাঁচ বছর আগেই অভিনেত্রীর বিয়ে হয়েছে শিলাদিত্য দে-র সঙ্গে৷ কাজের সূত্রে হাজবেন্ড থাকেন সিডনিতে৷ তাই সিরিয়াল শেষ হলেই জুহি চলে যান স্বামীর কাছে৷

যদিও জুহিকে দেখে ধরা বেশ মুশকিল যে তিনি বিবাহিত৷ প্রেম করে বিয়ে করেছেন নায়িকা৷ তবে খুল্লামখুল্লা প্রেম নয়৷ তাঁর কথায়, ” আমরা দু’জনেই খুব লাজুক৷ ও কলেজের সিনিয়র ছিল৷ একে অপরকে চিনতাম ঠিকই কিন্তু কথা কখনই হয়নি৷ একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়৷ তারপর বাড়তে থাকে কথা৷ নাম্বারও একসেঞ্জ করি৷ কিন্তু মজার বিষয় হল, যেদিন কথা শুরু হল সেই দিনই শিলাদিত্য আমায় প্রপোজ করে বসল৷”

ব্যস! রোমান্টিক জার্নি শুরু হল শিলাদিত্য-জুহির৷ প্রায় দু’বছর চুটিয়ে প্রেম করে সাত পাঁকে বাধা পড়েছেন লাভবার্ড৷ জানা গিয়েছে, শিলাদিত্য নাকি জুহির প্রফেশনের ব্যাপারে বেশ সাপোর্টিভ৷ অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে সংসার করার কথা জুহিও কখনও ভাবেননি এবং স্বামীও তাঁকে জোড় করেননি৷ এমনকি শ্বশুড়বাড়ি তরফ থেকে যথেষ্ট সহায়তা পান তিনি৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST