1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কলকাতায় কলেজে ভর্তি হলেন সানি লিওন! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

কলকাতায় কলেজে ভর্তি হলেন সানি লিওন!

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: জানেন কি পর্দার গ্ল্যামার ছেড়ে এবার কলকাতার কলেজ থেকে ইংলিশে স্নাতক হতে চান সানি লিওন! কলকাতার আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের মেধাতালিকায় চোখ বুলোলে আপনিও বিস্মিত হবেন! কারণ কলেজে ভর্তির সেই মেধা তালিকায় নাম রয়ছে সানি লিওনের। তবে শুধু আশুতোষ কলেজ নয়, কলকাতা ছাড়িয়ে বজবজের একটি কলেজের মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের।

তবে এদিকে একধাপ এগিয়ে রয়ছে বারাসত গভর্নমেন্ট কলেজ। এখানে একা নয় সানির সাথে একসাথে স্নাতকে ভর্তি হতে চায় তার আরোও তিন সহকর্মী। বারাসাতের ইংরেজি অনার্সের মেধাতালিকায় তিন নম্বরে নাম উঠেছে সানির। সেখানে অবশ্য সানিকে টপকে প্রথম হয়েছেন নীল ছবির অভিনেত্রী ড্যানি ড্যানিয়েলস। তারপরেই রয়েছেন নীল ছবিরই অপর এক অভিনেত্রী মিয়া খালিফা। চার নম্বরে রয়েছে পর্ন দুনিয়ার এক অভিনেতা। আর এই বিতর্কে জল গড়িয়েছে সানির দোরগোড়া পর্যন্ত। সেই বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলস থেকে সানির রসিক টুইট, “তাহলে তোমরা কি আমার সেমিস্টারে।” এভাবে বিষয়টি নেট দুনিয়ার রসিকতার নিশানা হলেও, পড়ুয়ারা বেশ উদ্বিগ্ন।

প্রথমে বিষয়টি ভুয়ো ভাবলেও, পরে কলেজ গুলির তরফে সত্যতা যাচাই করে তাঁরা কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের দ্বারস্থ হয়েছেন। কীভাবে এই বিকৃতি, খতিয়ে দেখতে লালবাজারের সাইবার সেলকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা।

তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, “কেউ রসিকতা করতেই নাম ভাঁড়িয়ে তথ্য বিকৃত করে এই ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এই ঘটনা।”যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST