খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলাফলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে লড়াই জমে উঠেছে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি।
গত শনিবার (১২ মে) রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বেসরকারিভাবে পাওয়া ২২২ আসনের সবগুলোর ফল জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ১০৫টি আসন। আর রাহুল গান্ধীর কংগ্রেস জয়ী হয়েছে ৭১টি আসনে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, ত্রিপুরা, নাগাল্যান্ডের মতো দক্ষিণের রাজ্যটিতেও ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি।
নির্বাচনের আগে কর্ণাটককে কংগ্রেসমুক্ত করতে এবং নিজের দলকে জনপ্রিয়তায় আনতে বিশেষ অভিযান শুরু করেন নরেন্দ্র মোদী।
ভোটের মাঠে নেমেছিলেন প্রায় দুইবছর রাজনীতির মাঠের বাইরে থাকা কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীও। এ সময় উভয় রাজনীতিক একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
তবে শেষ পর্যন্ত কার অভিযোগ ভোটের ফলাফলে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষা।
খবর২৪ঘণ্টা.কম/নজ