নিজস্ব প্রতিবেদক: এবার করোনা ভাইরাস সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্স হোম কোয়ারেন্টাইনে
রয়েছেন। তার রক্ত সংগ্রহ করে জন্য রাজধানী ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। রাজশাহীতে করোনা সন্দেহ এক নার্স কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন। আজ শনিবার শরীরে করোনা সন্দেহে প্রথমে রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার শরীরের রক্তের নমূনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। তবে স্বেচ্ছায় ওই নার্স হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলে বাড়ি চলে যান।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজের উপ পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, এক নার্সকে আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে হোম কোয়ারেনন্টি পাঠানো হয়। এর আগে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিয়ারে পাঠানো হয়।
এমকে