রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে আরো ৬৪ জন ও রাজশাহী জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৯২ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ২৫৬ জন। বিভাগে নতুন করে ৬৪ জন ও জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় দ্বিগুণ। গত কয়েক মাসের তুলনায় রাজশাহী জেলায় করোনা শনাক্তের রেকর্ড হয়েছে।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৭৬০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ১৯২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরমধ্যে ২৪ হাজার ৫৭৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬২৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৯ জন, নওগাঁ ১৬৬৩ জন, নাটোর ১২৭৪ জন, জয়পুরহাট ১৩৮২ জন, বগুড়া জেলায় ১০ হাজার ১৯৯ জন, সিরাজগঞ্জ ২৮২৩ জন ও পাবনা জেলায় ১৭৫৬ জন। মৃত্যু হওয়া ৪০০ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৪ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৬৩৯ জন।
এস/আর