নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে রাজশাহী জেলার পুলিশ লাইন্সে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামমূলক সভা ও লিফলেট বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলে, রাজশাহী জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ড: আব্দুল মতিন, রাজশাহী পুলিশ হাসপাতালের তত্তাবধায়ক ডা: নজরুল ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি,অতিরিক্ত
পুলিশ সুপার ইনসার্ভিস, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম। সভায় করোনা ভাইরাসের লক্ষণ ও কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। সকলকে সচেতন থাকারর বিশেষ নির্দেশনা প্রদান করা হয় এবং গুজব থেকে বিরত থাকার পরামর্শ করা হয়। আলোচনা সভা ফোর্সদের মাছে লিফলেট বিতরন করেন পুলিশ সুপার।প্রধান অতিথি তার বক্তব্যে বিদেশ ফেরত নাগরিকদের দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ রেখে কোয়ারেন্টাইন যথাযথভাত মেনে চলার আহবান এবং এ বিষয়টি থানা এলাকায় প্রচার করার জন্য থানার অফিসার ইনচার্জদেরকে নির্দেশনা প্রদান করেন।
এমকে