1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনা মোকাবিলায় বগুড়ায় প্রস্তুত হচ্ছে পুলিশের স্পেশাল টিম - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

করোনা মোকাবিলায় বগুড়ায় প্রস্তুত হচ্ছে পুলিশের স্পেশাল টিম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মারচ, ২০২০

বগুড়া প্রতিনিধি: মহামাারি করোনা ভাইরাস মোকাবিলায় সার বিশে^ চলছে এখন টালমাটাল অবস্থা। বাংলাদেশেও ইতিমধ্যে এ ভাইরাস মোকাবেলায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, গনপরিবহন সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান। আপাতত সংগঠিত হচ্ছে না সামাজিক অনুষ্ঠান। করোনা ভাইরাস মোকাবেলায় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জল কামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেইসাথে ৫০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি স্পেশাল টিম গঠনের কাজ করছে।

স্পেশাল এই টিমের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, কেউ মৃত্যুবরণ করলে ধর্মীয় বিধান অনুযায়ী তাদের সৎকার করা, সর্বোপরি পুলিশের এই টিম আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করবে। সকল পিছুটান ভুলে গিয়ে বাবা, মা, স্ত্রী, সন্তানের মায়া ত্যাগ করে স্পেশাল টিমে যোগ দিবেন পুলিশ সদস্যরা।
বগুড়ায় মাঠ পর্যায়ে কর্মরত বেশ কয়েকজন পুলিশ সদস্যদের সাথে কথা বললে তারা জানান, দেশ ও জনগণের সেবা করার শপথ নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি। করোনাভাইরাস মোকাবেলা করতে পুলিশের গঠন করা স্পেশাল টিমে যোগ দিতে পুলিশের অনেকেই আগ্রহী।

এ প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, করোনা মোকাবেলায় বগুড়ায় পুলিশের স্পেশাল টিম গঠনের কাজ শুরু হয়েছে। প্রয়োজন অনুযায়ী টিমের সদস্যরা মাঠে নামবে। তিনি আরো বলেন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ছাড়াও দেশে যে কোন প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থেকে কাজ করে। এবারের করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়ার পুলিশ জনগণের মধ্য সচেতনতা বাড়ানোর জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও বগুড়া পুলিশের সহযোগীতায় মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করা হয়েছে। শহরে রাস্তাগুলোকে পুলিশের জল কামান দিয়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে জীবাণুমুক্ত রাখার কাজ অব্যাহত রেখেছে বগুড়ার পুলিশ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST