নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সচেতনতায় রাজশাহী মহানগর বিএনপি’র উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ছাত্রদল নেতা ইমদাদুল হক লিমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে বিএনপির নেতৃবৃন্দ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেও পরাম র্শ দেন তারা।
এমকে