নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরে জরুরী সভা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নাটোর সদর হাসপাতাল ছাড়াও শহরতলীর একডালা এলাকায় অবস্থিত অব্যবহৃত ভবঘুরে আশ্রয় কেন্দ্রে ২০০ রোগীর চিকিৎসা ক্ষমতা সম্পন্ন আইসোলেশন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হতে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়। সভায় জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সাজেদুর রহমান খাঁন, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও পৌরমেয়র উমা চৌধুরি জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সদর উপজেলার একডালা এলাকায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে আইসোলেশন ইউনিট গঠনের জন্য পরিদর্শন করা হয়।
খবর২৪ঘন্টা/নই