নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রভাবে এবার রাজশাহী-ঢাকা চলাচলকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার ঢাকা থেকে রাজশাহীগামী বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটটি রাজশাহীতে আসেনি। বিমানটি দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে ২টা ৫০ মিনিটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল বিকেল সোয়া ৩টায়। কিন্ত নির্ধারিত যাত্রীরা বসে থাকলেও বিমানটি আসেনি। এ কারণে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী আরো ৩ দিন এ রুটে বিমান চলবে না বলে জানানো হয়। বিমানের যাত্রীদের টাকা
ফেরত দেয়া হয়েছে ও যাত্রীদের বিষয়টি ফোনে জানানো হয়। এ বিষয়ে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, বিমান কেন আসেনি তা আমাদের ঘোষণা দিয়ে বলা হয়নি। রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক আমিনুল ইসলাম খান বলেন, রোববার নির্ধারিত ফ্লাইট আসেনি। আগামী তিন এ রুটে বিমান চলাচল করবেনা। শুধু রাজশাহী-ঢাকা নয় আন্তর্জাতিক রুটেও বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। শুধু জানানো হয়েছে অনিবার্য কারণে বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছে। তবে করোনা ভাইরাসের প্রভাবেই সবকিছু সতর্কভাবে চলছে।
এমকে