নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম সম্প্রতি সারাবিশ্বে মহামারি আকার ধারনকারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘স্পেশাল রেসপন্স টিম ‘কে সাথে নিয়ে গোদাগাড়ী থানাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ জনগনের সাথে কথা বলেন। এ সময় তিনি জনসাধারনকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও
কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহবান জানান।পাশাপাশি বিশেষ প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যেতে এবং কোন ধরনের গুজবে কান না দেবার পরামর্শ প্রদান করেন ।তিনি এ সময় আরো বলেন, জরুরী ভিত্তিতে দ্রুত সাড়াপ্রদান ও বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ নামক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।