নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম বৃহস্পতিবার
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন এবং জনসাধারনের সাথে কথা বলেন। এ সময় তিনি জনসাধারনকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহবান জানান। পাশাপাশি প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যাওয়া, কোন ধরনের গুজবে কান না দেওয়া ও সামাজিক দূরত্ব এর বিষয়টি নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন ।তিনি এ সময় আরো বলেন, জরুরী ভিত্তিতে
দ্রুত সাড়াপ্রদান ও বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ নামক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের প্রত্যেককে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিশেষ ব্রিফিং প্রদান করা হয়েছে। এ টিম দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় সচেতনতামুলক কার্যক্রম চালাচ্ছে এবং গুজব থেকে বিরত থাকতে জনগনকে পরামর্শ দিচ্ছে । রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।