খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে।
সোমবার এই প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে সোমবারের মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চান হাইকোর্ট।
সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তিনটি মৌখিক নির্দেশনা দেন। সে আলোকে আজ আদালতে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এরপর করোনা বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে সারাবিশ্বে ৩ হাজার ৮শ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজারের মতো। বাংলাদেশের তিনজনের দেহে করোনা সংক্রমণের খবর এসেছে।
খবর২৪ঘন্টা/নই