ঢাকাসোমবার , ১০ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

করোনা টিকার আওতায় আসছে রাবি শিক্ষার্থীরা

অনলাইন ভার্সন
মে ১০, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নাম অন্তর্ভূক্তির জন্য বলা হয়েছে। এজন্য আগামী ২৪ মে’র মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।

সোমবার (১০ মে) আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে ২০২১ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্ক https://sites.ru.ac.bd/studentnid/index.php ব্যবহার করে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID) জমা প্রদান করতে হবে।’

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ বছরের ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ড. দিপু মনি ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন। এখনো পর্যন্ত সে সিদ্ধান্তই বহাল আছে। তবে গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৫ মে পর্যন্ত অফিসসমূহ এবং ৩০ মে পর্যন্ত ক্লাস ছুটির ঘোষণা দিয়েছে রাবি প্রশাসন।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।