খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের কেজি স্কুল সড়কে আজ সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক যুবক (২৭) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার মৃত্যুর পর পালিয়ে গেছেন স্ত্রী।
যুবকের পারিবারিক ও স্থানীয় সূত্র জানা যায়, ৫/৬ দিন ধরে ওই যুবক জ্বরে আক্রান্ত ছিল। রবিবার দুপুরে শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নেয়। ভোররাতে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স খবর দিয়েও না পাওয়ায় হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। স্বামীর মৃত্যু নিশ্চিত জেনে স্ত্রী কাউকে না বলে সকালেই বাসা থেকে পালিয়ে যান। সকালে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে নমুনা সংগ্রহ করে এবং করোনা বিধি অনুসারে জানাজা ও দাফন সম্পন্ন করে। এ ঘটনার পর কেজি স্কুল সড়কের একাধিক বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
খবর২৪ঘন্টা/নই