রাবি প্রতনিধি:
করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের(৮৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, দুপুর ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে ভর্তির যাবতীয় কাজ চলছিল। এরমধ্যেই তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়ছে।
তিনি আরও জানান, ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মরাদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডশেনের নিকট হস্তান্তর করা হবে।
ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়।
এমকে