খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে এখন পর্যন্ত হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হওয়া এ ১০ জনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্র জানায়, মৃত ব্যাক্তিরা হলেন মুন্সীগঞ্জের মিন্টু (৫৫), রাজধানীর বংশালের কামাল হোসেন (৫৫) ও এইচ এ রহমান (৬৮), বিজয়নগর এলাকার হিম্মত আলী (৭০), নাারায়ণগঞ্জের ছায়েতুন নেসা (৬০), বাগেরহাটের নুরুল ইসলাম (৪০), সিরাজুল ইসলাম (৫০), রাজধানীর তিলপাপাড়া খিলগাঁও এলাকার জাকির হোসেন (৪০) এবং সুশান্ত কুমার (৫৫), জহিরুল ইসলাম (৫৬)।
খবর২৪ঘন্টা/নই