করোনা আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাসের প্রথম ও ২য় ডোজ দুটি টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গত বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ হন। গতকাল বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। এর আগে বুধবার রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য
ভর্তি হন। তিনি গত ৭ ফেব্রæয়ারি করোনা ভাইরাসের প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্র জ্বর হয়। এরপর মঙ্গলবার নিজের এবং স্ত্রীর নমুনা পরীক্ষার জন্য জমা দেন। নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ হয়। তবে তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সাংসদ ফজলে হোসেন বাদশার চিকিৎসায় ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খলিলুর রহমানকে প্রধান করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে মেডিকেল বোর্ডের বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। বুধবার দুপুর ২টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তাকে হাসপাতাল থেকে বের করা হয়।
এস/আর