1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় ১০ জেলায় আরও ৭৮ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

করোনায় ১০ জেলায় আরও ৭৮ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ১০ জেলায় করোনা ও উপসর্গে ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। কোনো কোনো এলাকা থেকে হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকটের খবরও পাওয়া যাচ্ছে। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন, উপসর্গ নিয়ে ১১ জন এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৯২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ৭৪ শতাংশ।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪৪ নমুনায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। নওগাঁর ১৮৩ নমুনায় ২৭ জনের পজিটিড আসে। শনাক্ত হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে মারা গেছেন ৭ জন। ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার হাসপাতালগুলোতে মারা গেছেন ১৭ জন। দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST