নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজশাহীর সাবেক এমপি আবু হেনার মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ২টার দিকে রাজধানী ঢাকার শ্যামলীতে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ভাতিজা অ্যাড. মাহফুজের বরাত দিয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে তাকে গত তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। তিনি ২০০১ সালে রাজশাহী-৪ বাঘমারা আসনের সংসদ সদস্য ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।