করোনাভাইরাসে দেশে টানা একমাস কারো মৃত্যু হয়নি। সবশেষ গত ২০ এপ্রিল করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। যদিও গতকাল (বৃহস্পতিবার) ৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৩১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বিএ/