রাবি প্রতনিধি: করোনা আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জয়নুল আবেদীনের মৃত্যু হয়েছে। বুধবার(১৫ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’(আইবিএস) থেকে অবসর গ্রহণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইবিএসের পরিচালক অধ্যাপক জাকির হোসেন বলেন, তিনি আমাদের ইনস্টিটিউটের সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। দুপুরে সরকারি নির্দেশনা অনুযায়ী রায়ের বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়ছে। তার স্ত্রীও করোনায় আক্রান্ত।
অধ্যাপক জয়নুল আবেদীনের গবেষণাপত্র দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বেশ কয়েকটি গবষেণাধর্মী বই রচনা করেছেন।
প্রসঙ্গত, গত ২ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান রাবির ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলাম।
খবর২৪ঘন্টা/নই