1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মারচ, ২০২২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ১০ হাজার ১৬ জন। এর আগে (শুক্রবার) ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু এবং ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন রোগী শনাক্ত হয়েছিলো।

শনিবার (১৯ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ২২৮ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৯৩ হাজার ২৬১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩২ হাজার ২২৬ জন এবং মৃত্যু ৭২১ জন। ভারতে আক্রান্ত ১ হাজার ৯০৯ জন এবং মৃত্যু ৬৯ জন। ব্রাজিলে আক্রান্ত ৪৮ হাজার ৭৫৭ জন এবং মৃত্যু ৩৮০ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৭ হাজার ৫৭৯ জন এবং মৃত্যু ১১২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৯০ হাজার ৩৪৯ জন এবং মৃত্যু ১২৫ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৮৪ হাজার ৫০ জন এবং মৃত্যু ২১৭ জন। রাশিয়ায় আক্রান্ত ৩৪ হাজার ৪৪২ জন এবং মৃত্যু ৫২৪ জন। তুরস্কে আক্রান্ত ১৯ হাজার ২২৬ জন এবং মৃত্যু ১২৩ জন। ইতালিতে আক্রান্ত ৭৬ হাজার ২৫০ জন এবং মৃত্যু ১৬৫ জন। স্পেনে আক্রান্ত ৭৬ হাজার ২৫০ জন এবং মৃত্যু ৯৫ জন।

এছাড়া ইরানে ৯১ জন, জাপানে ১৬৪ জন, ইন্দোনেশিয়ায় ১৯৯ জন, মেক্সিকোতে ১৮৭ জন, ইউক্রেনে ৬৫ জন, হংকংয়ে ২৬৫ জন, ফিলিপাইনে ১১৯ এবং পোল্যান্ডে ১০৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST