খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টিম গ্রুপের প্রধান অপারেটিং অফিসার (সিওও) আবদুল ওয়াদুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ৫ মে টিম গ্রুপের সিওও আবদুল ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ শনাক্ত হয়। টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিজের গাড়ির চালক থেকে করোনা সংক্রমিত হয়েছিলেন আবদুল ওয়াদুদ। পরে তার পরিবারের সদস্যদের ও চালককে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
তবে গত মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ওয়াদুদের পরিবারের সদস্যদের ও চালককে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/নই