স্পোর্টস ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বাস্কেটবলের সর্বোচ্চ আসর ‘এনবিএ’র পুরো মৌসুম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এনবিএ’র দল ইউটাহ জাজের এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
বুধবার ম্যাভেরিকস ও নাগেটসের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পর স্থগিত করা হয়েছে এনবিএর ২০১৯-২০ সালের আসর। এ সিদ্ধান্ত জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মহামারী করোনাভাইরাসের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তার আগপর্যন্ত চলতি মৌসুমের সব খেলা স্থগিত করা হলো।’
আজ (বৃহস্পতিবার) অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বসে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে এনবিএ। এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে প্রশাসকদের সঙ্গেও আলাদা করে কথা বলবে আয়োজকরা।
ইউটাহ জাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি কোন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তবে সংবাদমাধ্যমের খবর, ফ্রান্সের ২৭ বছর বয়সী তারকা খেলোয়াড় রুডি গোবার্ট হলেই সেই খেলোয়াড়। সে কারণেই ওকলাহোমার সিটির বিপক্ষে ইউটাহ জাজের ম্যাচটি বিনা নোটিশেই স্থগিত করা হয়।
দলের সবার সঙ্গে ওকলাহোমায় উপস্থিত হয়েছিলেন গোবার্টও। তবে তার আগেই তার স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছিল। পরীক্ষার ফলাফল ঝুঁকিমুক্ত এলে বুধবারের ম্যাচটি খেলতেন তিনি। কিন্তু করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ম্যাচটি বাতিল করা হয় এবং উপস্থিত দর্শকদের দ্রুততম সময়ে ফিরে যেতে নির্দেশ করা হয়।
ম্যাচ বাতিল হলেও নিজেদের ক্লাবে ফিরতে পারেনি ইউটাহ। ওকলাহোমা সিটির সঙ্গে মিলে করোনা পরিস্থিতির ব্যাপারে সল লেক সিটির স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়েই ইউটাহয় ফিরবে তারা। প্রাথমিকভাবে গত ১০ দিনে গোবার্টের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই