1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়াল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়াল

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপটেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৭০৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে।

একই সময়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৭০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৬১ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন এক হাজার ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৩ দশমিক ৩২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ২৬ শতাংশ কম। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১৫২ জন। গতকালের চেয়ে ২৭ জন কম সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৬৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৭৮৭ জনের। গতকালের চেয়ে আজ দুই হাজার ১৮০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৫৯১ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে এক হাজার ৪৬২টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST