1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় পুলিশ সদস্যদের জন্য যত উদ্যোগ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০ জানয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

করোনায় পুলিশ সদস্যদের জন্য যত উদ্যোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: নিজেদের সুরক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়ে গত তিন মাসে পুলিশ সদস্য মারা গেছেন ৩৪ জন। অথচ বিগত বছরগুলোতে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের লড়াইয়েও এই সময়ের মধ্যে  এত পুলিশ সদস্য মারা যাননি। মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৮ জন পুলিশ সদস্য।

প্রতিদিনই শতশত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন। একইসঙ্গে পুলিশ সদস্যদের মনোবল অটুট রাখতে তাদের পরিবারের সদস্যদের জন্য নগদ সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে পুলিশ সদর দফতর।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য, শত প্রতিকূলতার মধ্যেও পুলিশকেই মাঠে থেকে কাজ করতে হচ্ছে। এই করোনা সংকটে যখন পাশে কেউ থাকে না, তখন পুলিশ সদস্যরা গিয়ে পাশে দাঁড়াচ্ছেন। স্বজনরা রাস্তায় ফেলে গেছেন, পুলিশ সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

করোনায় মৃত্যুর পর লাশ দাফনের কাজটিও করতে হচ্ছে পুলিশকে। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। ফলে ফ্রন্ট লাইন করোনাযোদ্ধা হিসেবে তারা আক্রান্ত হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের দেখাশোনার জন্য একটি ‘বিশেষ টিম’ গঠন করেছে পুলিশ সদর দফতর। তারা করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা করা হচ্ছে। হাসপাতাল ও ভবন ভাড়া করা হয়েছে। ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যের মৃত্যুর পরপরই আইজিপির বিশেষ সহায়তা তহবিল থেকে ৫ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে দেওয়া হয় কিছু খাদ্য-সামগ্রী। তাছাড়া কর্তব্যরত অবস্থায় মারা গেলে সরকার থেকে ৫ লাখ টাকা দেওয়ার নিয়ম রয়েছে। পুলিশ পরিবার সহায়তা তহবিল থেকে পাবেন ৫ লাখ টাকা।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্রের বেতন স্কেল অনুযায়ী ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাবেন তারা। গত ২৩ এপ্রিল (২০২০) এই পরিপত্র জারি করা হয়; যা সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য। এছাড়া আছে ইনস্যুরেন্স সুবিধা।

এরই মধ্যে করোনায় মারা যাওয়া ১৪ পুলিশ সদস্যের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে ওয়াল্টন গ্রুপ।

করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যরা সরকারি চাকরিবিধি ও বেতন স্কেল অনুযায়ী সব সুযোগ-সুবিধাই পাবেন। পাশাপাশি পুলিশ সদর দফতর ও সংশ্লিষ্ট সংগঠন থেকেও তাদের পরিবারের সদস্যদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এআইজি মো সোহেল রানা।

তিনি বলেন, ‘সরকারের তরফ থেকে দেওয়া সুবিধাগুলো ছাড়াও আইজিপির নির্দেশনা অনুযায়ী আরও কিছু পদক্ষেপ তাদের পরিবারের সদস্যদের জন্য নেওয়া হয়েছে।’

গত ১৪ জুন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

চীনা বিশেষজ্ঞ দল করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের প্রশংসা করেছেন বলে জানান সোহেল রানা।

তিনি বলেন, ‘আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

এতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সঙ্গে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দেওয়া ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি-বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ।

ফলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমছে।

এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST