খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। ৯ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ২ হাজার ৫৩১ জন চিকিৎসক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৭৩ জন চিকিৎসকের প্রাণ গেছে।
একই সময়ে ১ হাজার ৮৫৪ জন নার্স এবং ৩ হাজার ১১ জন অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ সর্বমোট ৭ হাজার ৩৯৬ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাস আক্রান্ত সর্বমোট ৭ হাজার ৩৯৬ জন চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮০৩ জন চিকিৎসক, ৭৭২ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খবর২৪ঘন্টা/নই