খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের একজন এসআই এস.এম. মুকুল মিয়া (৫৫) ও অপরজন কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)। এ নিয়ে করোনায় পুলিশের ২৭ জন সদস্যের মৃত্যু হলো।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এসআই মুকুল মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে মারা যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে।
একইদিন ভোর ৪টা ১২ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন তিনি।আবুল হোসেন আজাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে। পুলিশের উদ্যোগে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। খবর২৪ঘন্টা /এবি