করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার । শুক্রবার (১২ জুলাই) তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা।
একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে বলেন, গত দু’দিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অক্ষয় কুমার। তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান, যার ফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার।
এদিকে, মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের আজ বিয়ে। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন। বিশ্বের নামিদামি তারকার পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা উপস্থিত হয়েছেন। অক্ষয় কুমারও নিমন্ত্রিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিয়েতে যাননি ‘খালাড়ি’খ্যাত এই অভিনেতা।
প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ সিনেমা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এতে অভিনয় করেছেন— রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।
বিএ..