আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ। খবর সিএনএনের।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার ওই প্রদেশে ৬৫ জনের মৃত্যু হয়েছে।
চীনের বাইরে ২০টির বেশি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং কোনো কোনো দেশে মৃত্যুর ঘটনাও ঘটছে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে এই ভাইরাস। এই পরিস্থিতি বৈশ্বিকভাবে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এমকে