নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করিমন গাড়ী থেকে দুই হাজার বোতল ফেন্সিডিলসহ আরিফ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বাসুদেবপুর ডুবারমোড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ থানার মৃত নৈমুদ্দিনের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগপুর থেকে একটি স্যালো ইঞ্জিনচালিত করিমন গাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বহন করে ডুবার মোড়ের দিকে
যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল গোমস্তাপুর থানাধীন রহনপুর খোয়ার মোড় এলাকায় কৌশলে অবস্থান নেয়। করিমন গাড়ীটি আসতে দেখে রাস্তার উপর বেরিকেড স্থাপন করে করিমন গাড়িটি আটক করে এবং শীর্ষ মাদক আরিফকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী করিমন গাড়ীর ভিতরে খড়ের নীচে লুকিয়ে রাখা আটটি প্লাষ্টিকের বস্তার মধ্যে থাকা ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও স্যালো ইঞ্জিনচালিত করিমন গাড়ী জব্দ করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য অবৈধভাবে তার নিজস্ব এইকরিমন গাড়িতে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।