1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
“করিনার থেকেও আমি সলমনের অনেক বেশি আপন” - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

“করিনার থেকেও আমি সলমনের অনেক বেশি আপন”

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: করিশ্মা কাপুরের কাছে নিজের বোন করিনা কাপুরের থেকেও বেশি আপন সলমন খান৷ সম্প্রতি এমনটাই বললেন একটি শো তে এসে৷ ‘এন্টারটেনমেন্ট কি রাত’ কমেডি শোয়ে অথিতি হয়ে এসেছিলেন করিশ্মা৷ সেখানে সলমনের প্রসঙ্গে উঠতেই তিনি বলেন, “সলমনের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের৷ একটা স্ট্রং বন্ড শেয়ার করি আমি ওঁর সঙ্গে৷ সলমনও আমার সঙ্গে বেশি রিলেট করতে পারে৷ তাই ও আমার বেশি ক্লোজ৷ করিনার নয়৷ করিনার সঙ্গে ওঁর বন্ধুত্ব আছে ঠিকই তবে করিনাকে এখনও ওঁ নিজের বোনের মতো দেখে৷ বাচ্চাদের মতো ট্রিট করে ওঁকে৷”

সলমনের প্রসঙ্গের পরই স্বাভাবিকভাবেই তাঁর ফিল্মের কথা উঠত৷ একটা সময় হিটের পর হিট ছবি দিয়ে গিয়েছেন দর্শকদের৷ এখন তিনি আবারও ছবি করতে ইন্টারেস্টেড কিনা৷ তখন তিনি হাসতে হাসতে বললেন, “বিবি নাম্বার ওয়ান করেছি, কুলি নাম্বার ওয়ান করেছি, এবার যদি কেউ মাম্মি নাম্বার ওয়ান ছবি নিয়ে আসে আমার কাছে তাহলে নিশ্চই করব৷”

সলমনের সঙ্গে বহু হিট সিনেমায় কাজ করেছেন করিশ্মা৷ এক সময় তাঁরা বলিউডের বেস্ট জুটি ছিলেন৷ পরবর্তীকালে করিনা এবং সলমনের ‘বডিগার্ড’এ ‘ছায়া’র চরিত্রের জন্য ভয়েস দিয়েছিলেন তিনি৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST