খবর২৪ঘণ্টা ডেস্ক: ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গিয়াস উদ্দিন দুলাল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টহল পুলিশ গাড়ি তল্লাশি করার সময় একদল মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালায়। স্বল্পসংখ্যক পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে অফিসার ইনচার্জ (ওসি) বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেললে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তি পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের আলী আকবরের ছেলে গিয়াস উদ্দিন দুলাল।
এসময় ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) এমএম মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুলালের নামে মাদক, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন